অনলাইন ডেস্কঃ গাজীপুরের পাতারটেকের ‘জঙ্গি’ আস্তানায় অভিযানের ছবি প্রকাশ করেছে পুলিশ। কাউন্টার টেরোরিজম ইউনিটের শ্বাসরুদ্ধকর অভিযান ‘অপারেশন শরতের তুফানে’ ওই আস্তানায় সাত ‘জঙ্গি’ নিহত হয়।
নিহত জঙ্গিদের পরিচয় জানার জন্য এই ছবি প্রকাশ করা হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেইজে ছবিগুলো পোস্ট করে তাদের পরিচয় জানতে চাওয়া হয়।
নিহত জঙ্গিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা ডিএমপি এর অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে অথবা `হ্যালো সিটি` অ্যাপসের মাধ্যমে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
ওই পোস্টে ডিএমপি জানায়, জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি যে জঙ্গিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে একাধিক ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে।
তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরি। যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানেন তাহলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
Comments
comments