অনলাইন ডেস্কঃ দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আজ সকাল ১০টার দিকে নয়াদিল্লীর উদ্দেশে বিশেষ বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান শি চিনপিং। সেখানে তিনি ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান। সকাল ৯টার পর স্মৃতিসৌধে যান তিনি। সকাল ১০টার একটু পরে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ঢাকায় সাড়ে ২২ ঘণ্টার সফরে এসেই ব্যস্ত সময় পার করেছেন শি।
শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছলে চীনা প্রেসিডেন্টকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও লালগালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে বাংলাদেশ। বিকালে দ্বিপাক্ষিক আলোচনা এবং বাণিজ্য, বিনিয়োগ অর্থনৈতিক সহযোগিতার জন্য ২০ মার্কিন বিলিয়ন ডলার মূল্যমানের ২৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে।
Comments
comments