Download Free BIGtheme.net
Home / বিনোদন / ইন্টারনেটে ভাইরাল ছবি,রণবীরের কোলে ঐশ্বরিয়া!

ইন্টারনেটে ভাইরাল ছবি,রণবীরের কোলে ঐশ্বরিয়া!

bdonline24_1753

বিনোদন ডেস্ক: রণবীর কাপুরের কোলে ঐশ্বরিয়ার রাই বচ্চন। এমন ছবি ইন্টারনেটে কয়েকদিন ধরে ভাইরাল।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজারেই কাত রণবীর কাপুর-ঐশ্বরিয়া রাইয়ের ভক্তরা। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি স্ক্রিনে পরিষ্কার, প্রায় অর্ধেক বয়সী রণবীরের পাশে অ্যাশকে বেমানান মনে হচ্ছে না মোটেই।

আর এবার এই দুই তারকার আরও একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সম্ভবত কোনো ম্যাগাজিনের ফটোশ্যুটের এই ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে, রণবীরের কোলে হেলান দিয়ে শুয়ে আছেন!

শোনা গেছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর তিনটি দৃশ্যে সেন্সরের কাঁচির কোপ পড়েছে। এগুলিতে নাকি ঐশ্বরিয়া-রণবীরের উষ্ণ দৃশ্য ছিল। এর মধ্যে সামনে এসেছে তাদের নতুন এই ফটোশ্যুট।

Comments

comments

[X]