Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে গুলি, আহত ৫

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে গুলি, আহত ৫

bdonline24_2287

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সিয়াটলে ট্রাম্প বিরোধী এক বিক্ষোভ মিছিলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সিয়াটল পুলিশ জানায়, গুলির শব্দ শুনে আমরা দ্রুত সেখানে যাই এবং গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে উদ্ধার করি।

বুধবার দেশটিতে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই তার বিরুদ্ধে বিক্ষোভের শুরু হয়।
অবশ্য সিয়াটল পুলিশ বলছে, ট্রাম্প বিরোধিতার জন্য নয়, ব্যক্তিগত আক্রোশে এ হামলা চালানো হয়েছে।

সিয়াটল পুলিশের ডেপুটি চিফ রবার্ট মার্নার বলেছেন, “সেখানে বাক-বিতণ্ডা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। ওই লোক ভিড় থেকে বেরিয়ে যান এবং তারপর ঘুরে দাঁড়িয়ে ভিড়ের দিকে গুলি শুরু করেন।”

গুলি চালিয়ে দ্রুত ওই স্থান ত‌্যাগ করে সেই ব‌্যক্তি। বিক্ষোভের কারণে কাছাকাছি উপস্থিত পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কয়েক মিনিটের মধ‌্যে ঘটনাস্থলে উপস্থিত হলেও সেই অস্ত্রধারীকে ধরতে পারেনি বলে মার্নার জানিয়েছেন।

এক প্রত‌্য‌ক্ষদর্শীর বরাত দিয়ে সিয়াটল টাইমস জানিয়েছে, তিনি বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন।
মঙ্গলবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ব‌্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।

ভোটের এ ফল মেনে নিতে না পারায় বেশ কয়েকটি শহরে বিক্ষোভে নামে হাজারো মানুষ। তাদের মিছিলে স্লোগান শোনা যায়, ‘ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়’।

সূত্র : রয়টার্স

Comments

comments