বিনোদন ডেস্ক: হাস্য-রসাত্মক গল্প আর বিনোদনমূলক দৃশ্যে টিপু আলমের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন। আর পরিচালনা করেছেন ফরিদুল হাসান। নাটকটির নাম ‘কমেডি ৪২০’।
পুরান ঢাকার বাড়িওয়ালা হরকতের স্ত্রী বেঁচে নেই, একমাত্র ছেলে থাকে বিদেশে। বাড়িতে একা থাকেন, ছেলেকে ছোট রেখেই স্ত্রী মারা যাওয়ার পরে ছেলের কথা ভেবে আর বিয়ে করেন নি। তবে মনের শখ মিটানোর জন্য তার বাড়িতে সুন্দরী মহিলাদের বাড়ি ভাড়া দেন। এভাবেই গল্পটি সাজানো হয়েছে।
অপরদিকে এই নাটকের গল্পে আরেকটি ভিক্ষুক পরিবার রয়েছে যে ভিক্ষা করেই ঢাকা শহরে পাচতলা বাড়ি করেছে। কিন্তু অভ্যাসের কারনে ভিক্ষা ছাড়তে পারছে না। আর ভিক্ষুকের মেয়েকে দেখলে মনে হবে বড় লোকের খুব উচ্চ পরিবারের মেয়ে।
নাটকটিতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আ.খ.ম হাসান, মীর সাব্বির, আলভী, অহনা, হুমায়রা হিমু, সিদ্দীকুর রহমান, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, কচি খন্দকার, তারিক স্বপন, ম.ম মোর্শেদ প্রমুখ।
কমেডি নাটকটি খুব শিগগিরি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের পর্দায়।
Comments
comments