Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / মায়ানমার-চীন সীমান্তে তুমুল সংঘর্ষে নিহত ২

মায়ানমার-চীন সীমান্তে তুমুল সংঘর্ষে নিহত ২

photo_3648

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সীমান্তবর্তী মায়ানমারের উত্তরাঞ্চলীয় শহর মুসেতে রবিবার সংঘর্ষে দুই বেসামরিক লোক নিহত হয়েছে। রবিবার সকাল থেকেই সংঘর্ষ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকাল থেকেই সংঘর্ষ শুরু হয়। এখানে নতুন করে সংঘর্ষে বেসামরিক নেতা অং সান সু চির দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠার আশার ক্ষেত্রে আরেকটি আঘাত।

স্থানীয়দের ভাষায়, ব্যাপক যুদ্ধের কারণে সীমান্তবর্তী চেক পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে লোকজন মুসে শহরে পালিয়ে আসছেন। তবে কোনো কোনো সংগঠনের মধ্যে যুদ্ধ হচ্ছে তা এখনো জানা যায়নি। হাসপাতালের এক কর্মী বলছেন, সকালে গুলিবিদ্ধ এক নারী ও এক পুরুষকে হাসপাতালের আনার পর তাদের মৃত্যু হয়। এছাড়া আরো ২৫ জন আহত হয়েছে।

মায়ানমারের সামরিক বাহিনী ও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ)’র মধ্যে ১৭ বছরের অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর ২০১১ সালে উভয় পক্ষ আবারো যুদ্ধে লিপ্ত হয়। তাদের মধ্যে যুদ্ধে এক লাখেরও মতো মানুষ বাস্তুচ্যুত হয়ে পার্শ্ববর্তী শান রাজ্যের বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়। মুসে শহর শান রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত এবং কাচিন থেকে নগরীটি বেশি দূরে নয়। চীন ও মুসে শহর কেবল একটি নদী দ্বারাই বিভক্ত।

Comments

comments