Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / সংবিধানের দুই অনুচ্ছেদ নিয়ে রিটের আদেশ মুলতবি

সংবিধানের দুই অনুচ্ছেদ নিয়ে রিটের আদেশ মুলতবি

bdonline24_2522

অনলাইন ডেস্কঃ সংবিধানের ৯৫ ও ১১৬ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর আদেশ মুলতবি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত বলেন, এটি সাংবিধানিক বিষয়। আমরা আরও দেখবো। বিষয়টি স্ট্যান্ডওভার রাখলাম।

পরে রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী বলেন, আদালত বিষয়টি ষ্ট্যান্ডওভার রেখেছেন। পরে যেকোনো সময় এটার ওপর আদেশ দেওয়া হবে। গত ০৩ নভেম্বর হাইকোর্টে রিটটি করেন ইউনুছ আলী আকন্দ। সোমবার শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

শুনানির পর ইউনুছ আলী বলেন, আদালতে বলেছি-১৯৭২ সালের মূল সংবিধানে ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিলো সুপ্রিম কোর্টের। কিন্তু ১৯৭৫ সালের ৪র্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

Comments

comments