Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / সন্ত্রাসবিরোধী আইনে রাহমানীর বিচার শুরু

সন্ত্রাসবিরোধী আইনে রাহমানীর বিচার শুরু

bdonline24_2606

অনলাইন ডেস্কঃ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসিমউদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে অভিযোগ গঠনের পর মামলাটি বিচারের জন্য ঢাকার চার নম্বর অতিরিক্ত দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

ওই আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী তাপস কুমার পাল জানান, এ মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

১০ আসামির মধ‌্যে কারাগারে থাকা জসিমউদ্দিন রাহমানী, সাইফুল ইসলাম ওরফে প্রিন্স ওরফে বাবু ওরফে নাঈম, মো. আবু হানিফ এদিন আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আলী আজাদও আদালতে উপস্থিত হন।বাকি ছয় আসামি মো. জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুন্নুন, আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ আল আসাদুল্লাহ ওরফে পিয়াস পলাতক।

গত ৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। ওই দিন আদালত পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে জসিমউদ্দিন রাহমানী গ্রেফতার হন। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিমউদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে ২০১৩ সালের আগস্টে মোহাম্মদপুর থানায় এই মামলা করেন ডিবি পুলিশের পরিদর্শক নিবারন চন্দ্র বর্মন। পরে তদন্ত শেষে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবির পরিদর্শক মো. আবদুল লতিফ শেখ।

২০১৪ সালের ২৩ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত থেকে সরকারের অনুমোদনের জন্য চিঠি পাঠানো হয়। তবে সরকারের অনুমতি না আসায় দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত ছিল। চলতি বছরের ২৬ জুলাই সরকারের অনুমোদনের পর গত ৮ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিমউদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Comments

comments