আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের প্রফেশনাল ফুটবলার সহ ৭২ জনকে নিয়ে কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে হতাহত সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি আন্তর্জাতিক গণমাধ্যম। দ্য গার্ডিয়ান জানায়, বলিভিয়া থেকে মেডেলিন বিমানবন্দরে যাচ্ছিল প্লেনটি। মধ্যপথে এই দুর্ঘটনার পর সেখানে উদ্ধারকারী দল প্রেরণ করা হচ্ছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানে যাত্রী ছিলেন মোট ৭২ জন (তবে কোনো কোনো সংবাদমাধ্যম ও সমর্থিত-অসমর্থিত সূত্র যাত্রীর সংখ্যা ৮১ বলে জানিয়েছে)। যাত্রীদের মধ্যে ব্রাজিলের একটি ফুটবল দলও ছিল। ফুটবল দলটি কলাম্বিয়ার একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলতে যাচ্ছিল। পথিমধ্যে মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, প্লেনটিতে ব্রাজিলের চেপকোয়েনসে ফুটবল দলের খেলোয়াড়রা ছিল। কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে মেডেলিনে বুধবার খেলার কথা ছিল তাদের। দ্য গার্ডিয়ান ও এএফপি।
Comments
comments