Download Free BIGtheme.net
Home / জাতীয় / ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়

ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়

অনলাইন ডেস্কঃ প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নে দুদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকার। আজ বুধবার বেলা ১১টা ২৮ মিনিটে ভারতীয় মন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এসে পৌঁছান।

প্রতিনিধিদলে দেশটির সেনা, নৌ এবং বিমানবাহিনীর উপপ্রধানরা রয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাকায় আজ মনোহর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।

আগামীকাল বৃহস্পতিবার মনোহর পারিকর তাঁর দেশের কোস্টগার্ডের প্রধানের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উপপ্রধানের সঙ্গে চট্টগ্রামে সামরিক একাডেমি পরিদর্শন করবেন। একই দিনে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানান, মনোহরের সফরের লক্ষ্য হচ্ছে ভারত-বাংলাদেশ নিরাপত্তা সম্পর্ক আরো জোরদার। এ ছাড়া আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সম্ভাবনাকে আরো দৃঢ় করা।

Comments

comments