Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় ১৬ জানুয়ারি

নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় ১৬ জানুয়ারি

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ৩৫ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রায় দেয়া হবে আগামী বছরের ১৬ জানুয়ারি।

আজ বুধবার মামলার সর্বশেষ ধাপ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেফতারকৃত চাকুরিচ্যুত র‌্যাব কর্মকর্তা এম এম রানার অসমাপ্ত যুক্তিতর্ক এবং এসআই বজলুর রহমান ও আসাদুজ্জামানের যুক্তিতর্ক সম্পন্ন হয়।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের দুটি মামলায় গ্রেপ্তারকৃত ২৩ ও পলাতক ১২ আসামীর সবার যুক্তিতর্ক শেষ হয়ার পর আদালত আগামী ১৬ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য্য করেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে এনসিসি’র প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবি চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও পরের দিন আরো একজনের লাশ উদ্ধার করা হয়।

Comments

comments