Download Free BIGtheme.net
Home / শিল্প-সাহিত্য / ১৫ ব্রিটিশ বই, যা জীবনে একবার হলেও পড়া উচিত

১৫ ব্রিটিশ বই, যা জীবনে একবার হলেও পড়া উচিত

bdonline24_2707

অনলাইন ডেস্কঃ বিভিন্ন ধরনের বই লিখেছেন ব্রিটিশ লেখকরা। এ লেখায় তুলে ধরা হলো কয়েকটি সেরা ব্রিটিশ বইয়ের নাম, যা জীবনে একবার হলেও পড়া উচিত।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. হোয়াইট টিথ (‘White Teeth’ by Zadie Smith)\”\”
ব্রিটিশ লেখক জেডি স্মিথ রচিত হোয়াইট টিথ একটি ক্লাসিক, যা আন্তর্জাতিক বেস্টসেলার হয়েছিল।
২. নেদারল্যান্ড (‘Netherland’ by Joseph O’Neill)
জোসেফ ও’নেইল রচিত নেদারল্যান্ড একটি অসাধারণ বই।
৩. নর্থেঙ্গার অ্যাবে ( ‘Northanger Abbey’ by Jane Austen)
ব্রিটিশ লেখক জেন অস্টেনের আরেকটি বিখ্যাত বই নর্থেঙ্গার অ্যাবে।
৪. দ্য রিমেইনস অব দ্য ডে (‘The Remains of the Day’ by Kazuo Ichiguro)
কুজো ইচিগুরো রচিত ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ আরেকটি অসাধারণ বই।
৫. ফ্যান্টাসটিক বিস্টস অ্যান্ড হয়্যার টু ফাইন্ড দেম (‘Fantastic Beasts and Where to Find Them’ by J.K. Rowling)\”\”
বিশ্বখ্যাত লেখক জে.কে রোলিং আরেকটি বিখ্যাত ‘বই ফ্যান্টাসটিক বিস্টস অ্যান্ড হয়্যার টু ফাইন্ড দেম’।
৬. অ্যানিমেল ফার্ম (‘Animal Farm’ by George Orwell)
জর্জ ওরওয়েলের লেখা অ্যানিমেল ফার্ম আরেকটি বিখ্যাত বই, যা সবারই একবার অন্তত পড়া উচিত।
৭. স্কুপ (‘Scoop’ by Evelyn Waugh)
এভেলিন ওয়াহ রচিত স্কুপ আরেকটি বিখ্যাত ব্রিটিশ বই।
৮. ফোক ডেভিলস, অ্যান্ড মোরাল পেনিকস (‘Folk Devils, and Moral Panics’ by Stanley Cohen)
স্ট্যানলি কোহেন রচিত ফোক ডেভিলস, অ্যান্ড মোরাল পেনিকস একটি দারুণ বই।
৯. অ্যাটোনমেন্ট (‘Atonement’ by Ian McEwan)\”\”
ইয়ান ম্যাকইউয়ান রচিত অ্যাটোনমেন্ট এক বিখ্যাত ব্রিটিশ বই, যা সবারই পড়া উচিত।
১০. ব্লেক হাউজ (‘Bleak House’ by Charles Dickens)
ব্লেক হাউজ বইটি লিখেছেন বিশ্বখ্যাত লেখক চার্লস ডিকেন্স। আর এ বইটি পড়া উচিত সবারই।
১১. জেন আয়রে (‘Jane Eyre’ by Charlotte Brontë)
শার্লোট ব্রনটি লিখেছেন জেন আয়রে বইটি। ব্রিটিশ এ ক্লাসিক বইটি সবারই পড়া উচিত।
১২. মিডলমার্চ (‘Middlemarch’ by George Eliot)
জর্জ এলিয়ট লিখেছেন মিডলমার্চ। বিশ্বখ্যাত লেখকের এ বইটি পড়া উচিত সবারই। \”\”
১৩. ভ্যানিটি ফেয়ার (‘Vanity Fair’ by William Makepeace Thackeray)
উইলিয়াম মেকপিস থ্যাকারের লেখা ভ্যানিটি ফেয়ার অত্যন্ত বিখ্যাত উপন্যাস। সবারই এটি পড়া উচিত।
১৪. লেডি চ্যাটার্লিস লাভার (‘Lady Chatterley’s Lover’ by D H Lawrence)
ডি এইচ লরেন্সের বিশ্বখ্যাত বই লেডি চ্যাটার্লিস লাভার। নানা কারণে এ বইটির ঐতিহাসিক মূল্যও রয়েছে।
১৫. মিসেস ড্যালোওয়ে (‘Mrs Dalloway’ by Virginia Wolf)
ভার্জিনিয়া ওলফের লেখা মিসেস ড্যালোওয়ে বইটিকে একটি মাস্টারপিস বলা যায়। ব্রিটিশ এ ক্লাসিকটি অবশ্যই পড়া উচিত।

সূত্রঃ কালের কণ্ঠ

Comments

comments