Download Free BIGtheme.net
Home / খেলা / আইসিসিতে টেস্ট মর্যাদা পাচ্ছে আফগানিস্তান!

আইসিসিতে টেস্ট মর্যাদা পাচ্ছে আফগানিস্তান!

স্পোর্টস ডেস্কঃ আইসিসিতে টেস্ট মর্যাদা পাচ্ছে আফগানিস্তান! আইসিসি চাইছে পূর্ণ সদস্য সংখ্যা ১৫ থেকে ১৬টি করতে। ২০০০ সালের ২৬ জুন দশম দেশ হিসেবে আইসিসির সর্বশেষ পূর্ণ সদস্য পদের স্বীকৃতি পায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার এক বৈঠকে আইসিসির প্রধান নির্বাহী ডেডিভ রিচার্ডসন জানান, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা সর্বোচ্চ পর্যায়ে আরো ৫ থেকে ৬টি দেশকে যোগ করতে চাইছে।

শ্রীলঙ্কান ক্রিকেট ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান থিলাঙ্গা সুমাথিপালার আমন্ত্রণে রিচার্ডসন যোগ দিয়েছেন এই বৈঠকে। সেখানেই ক্রিকেট নিয়ে আইসিসির ভাবনা ভাগাভাগি করেন এভাবে, ‘উচ্চপর্যায়ের ক্রিকেটে আরো প্রতিযোগিতামূলক দেশকে চায় আইসিসি। অনেক দিন ধরে আমাদের পূর্ণ সদস্য দেশ ১০টি। আমরা মনে করি আরো ৮ থেকে ৯টি দেশ আছে, যারা উচ্চপর্যায়ের ক্রিকেট খেলতে সক্ষম।’

সূত্র : ক্রিকইনফো।

Comments

comments