Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / পাপুয়া নিউ গিনিতে ৭.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

পাপুয়া নিউ গিনিতে ৭.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউ গিনিতে ৭.৯ মাত্রার বড় ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানায়। ভূমিকম্পের পরে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) বেশকিছু উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে।

পিটিডব্লিউসি জানায়, পাপুয়া নিউ গিনি সলোমন দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, নাউরু ও অন্যান্য দ্বীপের উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পের তিন ঘণ্টার পর মারাত্মক সুনামি ঢেউ আঘাত করতে পারে। ভূমিকম্পটি নিউ আয়ারল্যান্ডের টারনের পূর্বাঞ্চলের ৬০ কিলোমিটার দূরে রাত ৮টা ৫১ মিনিটে আঘাত হানে।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূপৃষ্ঠের ৭৫ কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পটির তীব্রতা প্রথমে ৮.০ রেকর্ড করা হলেও পরে সামান্য সংশোধন করে ৭.৯ মাত্রা করা হয়।

Comments

comments