Download Free BIGtheme.net
Home / জাতীয় / রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি

অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।

জাপার প্রতিনিধি দলে অপর সদস্যরা হলেন-সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, আবদুস সাত্তার, সৈয়দ আবু হোসেন, নূরে হাসনা লিলি, সালমা ইসলাম, এস এম ফয়সাল চিশতী প্রমুখ।

দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে সংবিধান মেনে আইন প্রণয়নের দাবি জানাবে জাতীয় পার্টি। নতুন বছরের শুরুতে দশম জাতীয় সংসদের যে অধিবেশন বসবে, সেই অধিবেশনেই এ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য বলবে দলটি।

এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ইস্যুতে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরবে দলটি।

আগামীকাল বুধবার এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে সংলাপে ডাকা হয়েছে।

Comments

comments