Download Free BIGtheme.net
Home / জাতীয় / আপটায় মঙ্গোলিয়ার অন্তর্ভুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

আপটায় মঙ্গোলিয়ার অন্তর্ভুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট (আপটা)-তে নতুন সদস্য দেশ হিসেবে মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত করতে সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সংশোধনী এনে মঙ্গোলিয়াকে সদস্য অন্তর্ভুক্ত করার নতুন প্রস্তাব করা হচ্ছে । বর্তমানে সব সদস্য দেশ সংশোধনীতে প্রস্তাব দিলে আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডে মন্ত্রী পর্যায়ের সভায় এই চুক্তি অনুমোদন দেয়া হবে। বর্তমানে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও লাওস-এই ছয়টি দেশে আপটার সদস্য। 

আপটার সদস্য দেশগুলো একে অন্যের নির্দিষ্ট পণ্যে বিভিন্ন অঙ্কের শুল্ক ছাড় দেয়। সদস্য দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যে শুল্ক ছাড় দেবে ১০-৩০ শতাংশ।

Comments

comments