Download Free BIGtheme.net
Home / জাতীয় / জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

অনলাইন ডেস্কঃ দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতকির ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন উপলক্ষে সর্বত্র প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রতিটি জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৫ জন সাধারণ এবং পাঁচজন সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হয়। জানা গেছে, ৬৩ হাজারেরও বেশি ভোটারের এ নির্বাচনে জেলা ও উপজেলায় ওয়ার্ড ভিত্তিক ৯১৫টি কেন্দ্র রয়েছে।

তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১ জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ১৪৬ জন। এর মধ্যে ২২ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একক প্রার্থীরা। বাকি ৩৯ জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ১২৪ জন।

২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হলো। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে। জেলায় অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।

Comments

comments