জেলা প্রতিনিধি : ঢাকার ধামরাই সাটুরিয়া বালিয়া সড়কের বাসনা এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. আবদুল গফুর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গফুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার রাধানগর গ্রামের নজোমুদ্দিনের ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে কালামপুরগামী একটি সিএনজি বাসনা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিযাত্রী গফুর ও আরও দুজন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গফুর মারা যান।
ধামরাই থানার এসআই বাবলু শরিফ জানান, অতিরিক্ত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গফুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments
comments