Download Free BIGtheme.net
Home / খেলা / ক্রিকইনফোর বর্ষসেরা একাদশেও মুস্তাফিজ

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশেও মুস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ ২০১৬ সালের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ঘোষিত টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন বিশ্ব ক্রিকেটের সেনসেশন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনায় ২০১৬ সালের সেরা টি-টোয়েন্টি টিম তৈরি করেছে ক্রিকইনফো।

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়া এ ক্রিকেটার ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা হওয়ার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ও টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও জায়গা পেয়েছেন।

মোস্তাফিজ বিশ্বসেরা পেসার হিসেবে ঘোষিত টি-টোয়েন্টি একাদশে জায়গা পেলেও টেস্ট-ওয়ানডে একাদশে বাংলাদেশের কেউই জায়গা পায় নি।

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ অফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ : আজহার আলী (পাকিস্তান), ক্রেইগ ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো(ইংল্যান্ড), বেন স্ট্রোকস(ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ(শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক(অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), জো রুট (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), বেন স্ট্রোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), জস হ্যাজেলউইড(অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত)।

এছাড়া পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ওয়ানডে এবং টি-২০ বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ওয়েবসাইটটি। মহিলাদের একাদশেও বাংলাদেশের কেউই জায়গা পায় নি।

ক্রিকইনফো বর্ষসেরা মহিলা ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি একাদশ : সুজি বেটস (নিউজিল্যান্ড), টামি বিমাউন্ট (ইংল্যান্ড, উইকেটরক্ষক), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), এমি স্যাটারওয়েট (নিউজিল্যান্ড), ম্যাগ ল্যানিং (অস্ট্রেলিয়া), এলিসি পেরি (অস্ট্রেলিয়া), দিনদ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), সুন লুস (দক্ষিণ আফ্রিকা), জেস জোনাসেন (অস্ট্রেলিয়া), লি কাসপারেক (নিউজিল্যান্ড) ও এনিয়া সুরুবসোল (ইংল্যান্ড)।

Comments

comments