তথ্যপ্রযুক্তি ডেস্ক: তাইওয়ানের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুস নতুন শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে। অনেকটা গোপনীয়ভাবে এই কাজটি করছে আসুস। তারা ইতিমধ্যে চীনের ইকুইপমেন্ট সার্টিফিকেশন কোম্পানি টিনার কাজ থেকে সনদ নিয়েছে বলেও গুজব উঠেছে। এতে ফোনটির নকশার তথ্য ফাঁস হয়েছে।
গুজবে জানা যায়, ফাঁস হওয়া আসুস স্মার্টফোনটির মডেল ‘এক্স০০জিডি’। ফোটটিতে থাকবে ৫.২ ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০ বাই ১২৮০ পিক্সেল। এ স্মার্টফোনটির ওজন হবে ১৬৯ গ্রাম।
অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটির ব্যাটারি ৪৮৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। যা আসুসের সম্প্রতি উদ্বোধন হওয়া ‘জেনবুক৩ ম্যাক্স’ স্মার্টফোন এর চেয়েও এর শক্তিশালী ব্যাটারির।
অক্টাকোর ১.৫ গিগাহার্জ প্রসেসর চালিত স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এর র্যাম ও ইন্টারনাল মোমোরি আলাদা আলাদা তিনটি ভার্সনে পাওয়া যাবে। এগুলো হলো ২ জিবি, ৩ জিবি, এবং ৪ জিবি র্যাম ও ১৬ জিবি, ৩২ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজ। যার মোমোরি মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।
Comments
comments