অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই আগুন লাগে। আগুনে মার্কেটের একাংশ ধসে পড়েছে।
আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল। এই সময় পর্যন্ত আগুন নেভেনি।
এরই মধ্যে মার্কেটের কাঁচাবাজারের তিনতলা ভবনটি ধসে পড়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। সোমবার রাত আড়াইটায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ডিসিসি মার্কেটের এক দোকানের মালিক বলেন, আমরা রাত সোয়া ১টায় আগুন লাগার খবর পেয়েছি। এরপর দোকানে চলে এসেছি। এ মার্কেটে ৬৪০টি দোকান আছে। মার্কেটে আগুন লাগার ১০-১৫ মিনিট পরেই কাঁচাবাজার ধসে পড়েছে। আহত বা নিহতের খবর জানা যায়নি।
তিনি অভিযোগ করে আরো বলেন, এ আগুন পরিকল্পতভাবে লাগানো হয়েছে। ডেভেলপার কোম্পানি মেট্রো গ্রুপ এ আগুন লাগিয়ে দিয়েছে। কারণ এই মার্কেট নিয়ে মামলা চলতেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশেনে মেয়র আনিসুল হক সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, এ আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়ছে কিনা তা তদন্ত করে দেখা হবে। ফায়ার সার্ভিস ঠিক মতো কাজ করছে। এদিকে মার্কেটের বিভিন্ন দোকানের মালিক-কর্মচারিরা যে যেভাবে পারছে দোকান থেকে মালপত্র বের করার চেষ্টা করছে।
Comments
comments