Download Free BIGtheme.net
Home / জাতীয় / বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম জোরদারে রাষ্ট্রপতির আহবান

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম জোরদারে রাষ্ট্রপতির আহবান

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গবেষণা কার্যক্রম জোরদার করার আহবান জানিয়ে বলেছেন, তাহলেই কেবল শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব বাসসকে বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।

বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, শাবিপ্রবি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বাংলা, ইংরেজি ও কম্পিউটার কোর্স বাধ্যতামূলক করেছে। তারা আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা চান। রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড পর্যবেক্ষণ ত্বরান্বিত করার পরামর্শ দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Comments

comments