Download Free BIGtheme.net
Home / শিক্ষা / প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার এনইউবিটিকে পরিদর্শন

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার এনইউবিটিকে পরিদর্শন

অনলাইন ডেস্কঃ  নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা পরিদর্শন করেছেন  মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ।

এ সময় উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ।

আজ শনিবার সকালে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র বিভিন্ন ল্যাব তিনি ঘুরে দেখেন।

ইউনিভার্সিটির অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ল্যাব, অত্যাধুনিক সমৃদ্ধ লাইব্রেরী, আইএলটিএস পরীক্ষা সেন্টার, আমেরিকান কর্ণার, টেকনোলজি সম্বলিত পাঠদান কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ড. মসিউর রহমান বলেন, অত্যাধুনিক টেকনোলজি সম্বলিত পাঠদান প্রতিটি ছাত্র-ছাত্রীকে আধুনিক জ্ঞান অর্জনে সহায়ক হবে। স্বল্প সময়ের মধ্যে এ ইউনিভার্সিটি বাংলাদেশের একটি শ্রেষ্ঠ ও বিশ্বমানের ইউনিভার্সিটিতে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম মরতুজা, ট্রেজারার প্রফেসর এবিএম রশিদুজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর মোঃ ইব্রাহিম, কম্পিউটর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ রবিউল ইসলাম, ব্যাবসা প্রশাসন বিভাগের প্রধান মোঃ মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রফেসর নিমাই চন্দ্র মন্ডল, এনইউবির ডেপুটি ডিরেক্টর শেখ মাহবুব রহমান ও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

Comments

comments