Download Free BIGtheme.net
Home / স্বাস্থ্য / মেছতা দূর করুন ঘরোয়া উপায়ে

মেছতা দূর করুন ঘরোয়া উপায়ে

স্বাস্থ্য ডেস্ক: বয়স বাড়ার পাশাপাশি নানা কারণে মুখে মেছতা পড়ে সৌন্দর্যহানি ঘটে। বিশেষ করে লিভারে সমস্যা, হজমে গোলমাল, অতিরিক্ত মেক-আপ, মানহীন কসমেটিক্স ব্যবহারে মুখে মেছতা পড়তে পারে। একদিনেই এই মেছতার দাগ দূর হওয়া সম্ভব না। তবে টানা কিছুদিন জায়ফল, মধু ও টমেটোর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে মেছতার দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে।

কীভাবে এই তিনিট উপাদান দিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে।

প্রথম ধাপ
অর্ধেকটা জায়ফল ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে গুঁড়া করে নিন। জায়ফলে প্রদাহবিরোধী উপাদান রয়েছে, যা মেছতার দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

দ্বিতীয় ধাপ
একটি বাটিতে এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ জায়ফল গুঁড়া মিশিয়ে নিন। মধুতে প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড রয়েছে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

তৃতীয় ধাপ
এই মিশ্রণের মধ্যে তিন থেকে পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লেবুর রসের প্রাকৃতিক ব্লিচ মেছতার দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে।

চতুর্থ ধাপ
এবার এর মধ্যে এক চা চামচ টমেটোর রস দিন। টমেটোর বিটা-ক্যারোটিন মেছতার দাগ দূর করে এবং ত্বকের নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

পঞ্চম ধাপ
মুখ ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার এই প্যাক মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

ষষ্ঠ ধাপ
শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ভিজিয়ে ২ মিনিট হালকাভাবে ম্যাসাজ করে নিন। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুছে মুখে ময়েশ্চারাইজার লাগান।

এভাবে টানা কিছুদিন করলে নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন।

Comments

comments