Download Free BIGtheme.net
Home / জেলার খবর / নাটোরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

নাটোরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি : নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গোপাল চন্দ্র সাহা (৪৮) নামে এক স্কুলশিক্ষক আত্মহত্যা করেছেন। এ ছাড়া জেলার নলডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৬) মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এবং বুধবার দিনগত রাতে নলডাঙ্গা উপজেলার মহিষমারি ব্রিজের দক্ষিণে বিলের মধ্যে এই দুটি দুর্ঘটনা ঘটে। আত্মহত্যাকারী গোপাল চন্দ্রের বাড়ি জেলার সিংড়া উপজেলা শহরের মল্লিকহাটি মহল্লায়। তিনি সিংড়ার দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার জমসেদ আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোপাল চন্দ্র স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে বসেছিলেন। সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ছাড়লে তিনি দৌড়ে ওই ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে সান্তাহার জিআর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

অপরদিকে, নলডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার দেবরত কুমার জানান, বুধবার দিবাগত রাতের কোনো একসময় মাধনগর-নলডাঙ্গার মাঝখানে মহিষমারি ব্রিজের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Comments

comments