Download Free BIGtheme.net
Home / খেলা / এবার বর্ষসেরা বোলারের তালিকায় জায়গা পেলেন মাশরাফি

এবার বর্ষসেরা বোলারের তালিকায় জায়গা পেলেন মাশরাফি

স্পোর্টস ডেস্কঃ গত ওয়ানডে বিশ্বকাপ থেকে নতুন এক মাশরাফিকে চিনেছে বিশ্ব। এই ফরম্যাটে নেতৃত্ব কাঁধে নিয়ে সফলতার সিড়ি বেয়ে বাংলাদেশ দলকে একে একে ওপরের দিকেই নিয়ে যাচ্ছেন। গোটা দলের পারফরম্যান্সের সঙ্গে নিজেও খেলছেন দারুণ। আগের মতো সেই ক্ষুরধার বোলিং না হলেও দলের সঙ্গে বেশ মানিয়ে নিচ্ছেন তিনি।

সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় অনলাইন পোর্টাল ইসএসপিএনক্রিকইনফো ২০১৬ সালের নির্দিষ্ট একটি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে সেরা ১০ বোলারের তালিকা করেছে। যেখানে রাখা হয়েছে মাশরাফি বিন মর্তুজাকেও। দেশের মাটিতে গত ইংল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জয়ী বোলিং করায় তালিকার ১০ নম্বরে জায়গা পান তিনি।

এ তালিকায় অবশ্য অস্ট্রেলিয়ানদের প্রাধান্য। সর্বোচ্চ চারজন অজি বোলার সুযোগ পেয়েছেন। তবে মাশরাফির এমন তালিকায় থাকার কারণ ছিল ইংলিশ বধ। মিরপুরে সে ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৩৮ রান করে। ম্যাশের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান। পরে ৩৪ রানে ইংল্যান্ডের ইনিংসে টাইগার দলপতি তুলে নেন সর্বোচ্চ চারটি উইকেট। ৮.৪ ওভারে ২৯ রানের বিনিময়ে চার উইকেট পান এ ডানহাতি পেসার।

এ তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান অখ্যাত পেসার কেন রিচার্ডসন। গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৬৮ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জেতানো ইংনিস খেলায় সবার ওপরে রাখা হয় তাকে।

‍এ তালিকায় পরের বোলাররা হলেন:

সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) ৬/২৭ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৭/৪৫ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৩/৩২ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
জেমস ফকনার (অস্ট্রেলিয়া) ৪/৩৮ প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
জন হ্যাস্টিংস (অস্ট্রেলিয়া) ৬/৪৫ প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
অমিত মিশ্র (ভারত) ৫/১৮ প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
আমিলা আপোনসো (শ্রীলঙ্কা) ৪/১৮ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
জ্যাক বল (ইংল্যান্ড) ৫/৫১ প্রতিপক্ষ বাংলাদেশ।
মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) ৪/২৯ প্রতিপক্ষ ইংল্যান্ড।

Comments

comments