স্পোর্টস ডেস্ক: মুশফিকের পর বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়ে সাজঘরে ফিরলেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ২১৭ রান করে নিল ওয়াগনারের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন বাঁহাতি এই ব্যাটসম্যান।
নেইল ওয়াগনারের ভালো লেন্থের বলে কাট করতে চেয়েছিলেন সাকিব। ব্যাটে বলে সংযোগ না হওয়ায় বোল্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস খেলে ২১৭ রান করেন। ২৭৬ বলে ৩১টি চারের সাহায্যে এ রান করেন এ অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ৫৪২ রান। সাব্বির ১০ ও মিরাজ ০ রানে উইকেটে আছেন।
এর আগে, আগের দিনের ৩ উইকেটে ১৫৪ রান নিয়ে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমেই টিম সাউদির বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন আগের দিনের সেরা ব্যাটসম্যান মুমিনুল হক। এরপর মুশফিককে নিয়ে রেকর্ড জুটি গড়েন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে তামিম-ইমরুলের গড়া ৩১২ রানের রেকর্ডটা নিজেদের করে নিয়ে ৩৫৯ রানে ভাঙেন তারা। তবে ব্যক্তিগত ১৫৯ রান করে বোল্টের বলে ওয়ালটিংকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান মুশফিক।
Comments
comments