আন্তর্জাতিক ডেস্কঃ কিরগিস্তানের মানাস বিমানবন্দরের কাছে তুরস্কের একটি কার্গো বিমান বিধ্বস্তে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। জানিয়েছে কিরগিস্তানের সরকার। স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে এই বিমান বিধ্বস্ত হয়।
সোমবার (১৬ জানুয়ারী) কিগিস্তানের স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, বোয়িং ৭৪৭ জেট বিমান বিধ্বস্তে ৪ পাইলটসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জনই বিমান বিধ্বস্ত এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিহতদের মধ্যে ৬ শিশু ও ৪ পাইলট রয়েছে।
ফ্লাইটট্রেডার২৪ এর তথ্য মতে, বিধ্বস্ত বিমানটি ইস্তাম্বুল ভিত্তিক তুরস্কের মাই কার্গো এয়ারলাইনসের।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হংকং থেকে ইস্তাম্বুল যাওয়ার পথে বিমানটি কিরগিস্তানের মানাস বিমানবন্দরের কাছে
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, তুর্কিস এয়ারলাইনস পরিচালিত বিমানটি বিশকেকে অবতরণ করার সময় ঘন কুয়াশার কারণে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তে ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
Comments
comments