আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ধসে পড়েছে। দায়িত্বপালনরত অবস্থায় মারা গেছেন অন্তত ৩০ দমকলকর্মী।
বৃহস্পতিবার দালানের ১৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা অনেক চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নি। উপরন্ত ভবনটি ধসে পড়ে।
প্লাসতো ট্রেড সেন্টার নামে ভবনটি রাজধানী ইরানের সবচেয়ে বড় দালান।
বহুসংখ্যক দমকলকর্মী সেখানে আটকা পড়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে ঘটনাস্থলে ২০০ জন দমকলকর্মী ছিল এবং তাদের মাঝে অনেকেই আগুন নেভানোর কাজে ভবনটির ভিতরে অবস্থান করছিল। তাৎক্ষণিকভাবে ৩০ জন দমকলকর্মী নিহত হয়েছে বলে আংশকা করা হচ্ছে।
তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে আগুন লাগার ঘটনা সরাসরি সম্প্রচারের সময় ভবনটি ধসে পড়ে। স্থানীয় পুলিশ ভবটির আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, ১৭ বলা ভবনটি তেহরানের সর্বপ্রথম নির্মিত বহুতল ভবন।
সূত্র: এএফপি
Comments
comments