Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / রায়ের বিরুদ্ধে আপিল করবেন নূর হোসেন

রায়ের বিরুদ্ধে আপিল করবেন নূর হোসেন

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় রায়ের প্রতিক্রিয়ায় আপিলের ইচ্ছা পোষণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন।

নূর হোসেনের বরাত দিয়ে তার আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, রায় ঘোষণার পর নূর হোসেন জানিয়েছেন, তিনি হাইকোর্টে আপিল করবেন।

নূর হোসেনের বক্তব্য তুলে ধরে আইনজীবী বলেন, ‘ন্যায়বিচার পাইনি। আমি ঘটনার সঙ্গে জড়িত নই, আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। হাইকোর্টে আপিল করে ন্যায়বিচার পাবো’।

মামলার ৩৫ আসামির মধ্যে কারাগারে আটক ২৩ আসামিকে আদালতে হাজির করে সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ জনের ফাঁসি ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ সোমবার সকাল ১০টার দিকে এ রায় ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন

Comments

comments