Download Free BIGtheme.net
Home / বিনোদন / এবার হলিউডে অভিষেক হচ্ছে সোনমের

এবার হলিউডে অভিষেক হচ্ছে সোনমের

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর হলিউড যাত্রা সোনম কাপুরের। হুমা কুরেশিরও অভিষেক হচ্ছে আন্তর্জাতিক ছবিতে। তবে তাঁর ছবিটি হলিউডের নয় ব্রিটেনের।

সোনমের বাবা অনিল কাপুর ইতিমধ্যেই হলিউড অভিষেক সেরে ফেলেছেন। মিশন ইমপসিবল : ঘোস্ট প্রোটোকল ও স্লামডগ মিলিওনেয়ারের অভিনয় করেছেন তিনি। এবার সোনম যাচ্ছেন হলিউড। কফি উইথ করণে একথা স্বীকার করেছেন সোনম।

হুমা কুরেশির আন্তর্জাতিক সিনেমায় অভিষেক হচ্ছে। তিনি যে পরিচালকের সঙ্গে কাজ করছেন, তাঁর নাম গুরিন্দর চাড্ডা। এর আগে গুরিন্দর বেন্ড ইট লাইক বেকহ্যাম ছবিটি পরিচালনা করেছেন। হুমা কুরেশির ছবিটি এবছরের ৩ মার্চ ব্রিটেনে রিলিজ করতে যাচ্ছে।

হুমা কুরেশির আগে জ্যাকলিন ফার্নান্ডেজ় ব্রিটেনের ছবিতে কাজ করেছেন। ছবির নাম ডেফিনেশন অফ ফিয়ার। ২০১৫ সালে এই ছবিতে কাজ করেন জ্যাকলিন। শোনা যাচ্ছে তিনি আবার আন্তর্জাতিক প্রজেক্ট খুঁজছেন।

এছাড়া রাজকুমার রাও ও নার্গিস ফখরি আন্তর্জাতিক ছবি ফাইভ ওয়েডিংসে কাজ করেছেন। ছবিটি পরিচালনা করছেন নম্রতা সিং গুজরাল। রাজকুমারের এটি প্রথম আন্তর্জাতিক প্রজেক্ট হলেও নার্গিস এর আগে আন্তর্জাতিকস্তরে কাজ করেছেন। ২০১৫-র অ্যাকশন-কমেডি ছবি স্পাই-এ দেখা গিয়েছিল তাঁকে।

গত বছর নওয়াজউদ্দিন সিদ্দিকিকেও আন্তর্জাতিক ছবি লায়ন-এ দেখা গেছে। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন নিকোল কিডম্যান।

এছাড়া ভারতীয় অনেক অভিনেতা ও অভিনেত্রী আন্তর্জাতিক ছবিতে কাজ করেছেন। যেমন দীপ্তি নাভেল, ওম পুরি, অনুপম খের, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, ইরফান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, টাবু, নাসিরুদ্দিন শাহ, মল্লিকা শেরাওয়াত, অমরিশ পুরি, গুলশন গ্রোভার, শাবানা আজমি প্রমুখ।

Comments

comments