Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ন্যাটোকে এক হাত দেখালেন ট্রাম্প

ন্যাটোকে এক হাত দেখালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো সেকেলে। কারণ এটি সন্ত্রাসী হামলা থেকে সুরক্ষা দিতে পারেনি। কিন্তু সামরিক এ জোটটি এখনও তার কাছে বেশ গুরুত্বপূর্ণ।লন্ডন টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

ট্রাম্প বলেন, ‘ন্যাটো সেকেল বলার পর আমাকে কতো সমালোচনা সইতে হয়েছে। এটি সেকেলে, কারণ এটি সন্ত্রাসীদের ব্যাপারে নজরদারি করেনি। দুইদিন আমি অনেক সমালোচনা সহ্য করেছি, কিন্তু এরপর তারা বলতে শুরু করেছে, ট্রাম্পই ঠিক।’

যুক্তরাষ্ট্রের দেওয়া সুরক্ষা সত্বেও ন্যাটোর অনেক সদস্যই যথাযথ অর্থ পরিশোধ করছে না বলে অভিযোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘যা দেওয়া উচিত অনেক দেশই তা দিচ্ছে না, যা যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অন্যায় আচরণ বলে আমি মনে করি । এরপরেও আমি বলতে চাই, ন্যাটো আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। পাঁচটি দেশ আছে যারা যা দেওয়া উচিত তাই দিচ্ছে। এই পাঁচটি যথেষ্ট নয়।’

Comments

comments