Download Free BIGtheme.net
Home / অপরাধ / টেকনাফ সীমান্তে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি : টেকনাফের নাফ নদী সংলগ্ন সাবরাং আছার বনিয়া এলাকা থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ৮ টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে নাজির পাড়া বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার সংবাদে নাফনদী সংলগ্ন সাবরাং আছার বনিয়ার জঙ্গলে অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবি জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করলে একটি বস্তা ফেলে অন্ধকারে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।

পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে এসে গণনা করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায় যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি । উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে। এ ঘটনায় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

Comments

comments