স্পোর্টস ডেস্কঃ আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। মুশফিক,ইমরুল এবং সবশেষে ইনজুরিতে পরা মমিনুলকে ছাড়াই মাঠে নামছে টাইগার বাহিনী। আর এ টেস্ট জিতে সিরিজে ফিরতে মুখিয়ে আছে টাইগাররা। অবশ্য ওয়ানডে বা টেস্ট, সব ফরম্যাটেই সিরিজে পিছিয়ে পড়ে ফিরে আসার নজির আছে বাংলাদেশের।
এই কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে ঠিক এমনই সিরিজের প্রথম টেস্টে জিততে জিততে হারার পর দ্বিতীয় টেস্টে এসেছিল বিশাল জয়। সেখান থেকে অনুপ্রেরণা পেতে চাচ্ছেন কোচ। বলছেন, তাদের পক্ষে খুব সম্ভব এই সিরিজে ফিরে আসা।
ওয়েলিংটন টেস্ট হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের সিরিজে পিছিয়ে বাংলাদেশ। আগামীকাল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে দেশের মাটিতে চট্টগ্রামে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারার পর ঢাকায় দ্বিতীয় ম্যাচ জিতে মুশফিকুর রহিমের দল।
ক্রাইস্টচার্চে বুধবার দলের প্রতিনিধি হয়ে আসা হাতুরুসিংহে জানান, শেষ সিরিজ থেকেই অনুপ্রেরণা পাচ্ছেন তারা, ‘ইংল্যান্ড সিরিজ আমাদের কিছুটা আশা দেখাচ্ছে। ফিরে আসাটা অসম্ভব নয়। আমরা পারবো কি না সময়ই তা বলবে। তবে আমাদের সব প্রচেষ্টা আর পরিকল্পনা থাকবে এটা সম্ভব করার জন্য।’
Comments
comments