Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ওবামাকেয়ার বন্ধের কার্যনির্বাহী আদেশ ট্রাম্পের

ওবামাকেয়ার বন্ধের কার্যনির্বাহী আদেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই ওভাল অফিসে ফাইলপত্রে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার কার্যসূচির প্রথমেই দিনেই তিনি সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্য বিষয়ক আইনটি অচল করে দেয়ার কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

স্বাস্থ্যসেবা নাগরিকদের মৌলিক অধিকার- এ কথাটাকে বাস্তব ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে ‘প্যাশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ নামে ২০১০ সালে একটি আইনে স্বাক্ষর করেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে আইনটি অধিক পরিচিতি পেয়েছে ‘ওবামাকেয়ার’ নামে। রিপাবলিকানরা বহুবার এ আইনটি বাতিলের উদ্যোগ নিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় এই আইনটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

শুক্রবার (২০ জানুয়ারী) জারি করা একাধিক অনুচ্ছেদবিশিষ্ট নির্বাহী আদেশে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্টের প্রশাসনের নীতি হচ্ছে, দ্রুত এই আইনটি বাতিল করা। তবে তার প্রশাসন আইনকে সমুন্নত রাখবে বলেও জোর দেন ট্রাম্প।

উল্লেখ্য, ওবামা কেয়ার আইনের ওপর নির্ভরশীল ছিল প্রায় ২ কোটি মার্কিন নাগরিক। তাদের স্বাস্থ্য সেবা নিয়ে এখন নতুন করে ভাবতে হবে ট্রাম্প প্রশাসন নিয়ে। নির্বাচনে বিজয়ের পর ট্রাম্প জানিয়েছিলেন, ওবামাকেয়ারের থেকেও বড় পরিসরে একটি আইন তিনি পাশ করাবেন। তবে তা কি হবে, এখনও নিশ্চিত নয় কেউ। রিপাবলিকানদের মতে ওবামাকেয়ার বিল বাতিলের মাধ্যমে মার্কিন মেডিকেল বিভাগের ব্যবসায় নিয়ন্ত্রণ আসবে। কিন্তু এই আইন বাতিল করা হলে তার স্থানে বিকল্প আইন নিয়ে রিপাবলিকানরাও চিন্তিত।

Comments

comments