Download Free BIGtheme.net
Home / অন্যান্য / পানির নিচে দেখা মিলবে অবাক করা মিউজিয়াম!

পানির নিচে দেখা মিলবে অবাক করা মিউজিয়াম!

অনলাইন ডেস্ক: পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতো রকমের আশ্চর্যজনক বস্তু ও স্থান। জলে কিংবা স্থলে যেখানেই হোক আশ্চর্যের দেখা মিলবেই। এসব কিছু চোখে দেখলে বিস্ময়ের কোনো শেষ থাকে না। ঠিক তেমন আশ্চর্য পাওয়া গেল স্পেনের সমুদ্রে।

কারণ ইউরোপের সর্বপ্রথম আন্ডারওয়াটার কন্টেমপোরারি আর্ট মিউজিয়াম চালু হয়েছে স্পেনের ক্যানারি দ্বীপের ল্যাঞ্জারোট উপকূলে। এই মিউজিয়ামটির সৌন্দর্য উপভোগ করতে দর্শকদের শুধুমাত্র ১২ মিটার পানির নিচে যেতে হবে।

এই মিউজিয়ামে রয়েছে ১২টি আর্ট ইন্সটলেশন এবং ৩০০ মানুষের ভাস্কর্য। মিউজিয়ামটি তৈরি করেছেন ব্রিটিশ ভাস্কর জ্যাসন ডি টেলর। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। শুধু মাত্র পানির নিচে ভাস্কর্যের কাজই করেন তিনি। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হলেও গত ১০ জানুয়ারি এই মিউজিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

২ হাজার ৫০০ স্কয়ারবমিটার জুড়ে অবস্থিত এই মিউজিয়াম সাঁতারু কিংবা ডুবুরি সকলের জন্যই সহজে গমনযোগ্য। দর্শক যারা পানিতে নামতে চান না তাদের জন্য রয়েছে বিশেষ নৌকা, যেখানে বসে সহজে মিউজিয়ামটি ঘুরে দেখা যায়।

Comments

comments