Download Free BIGtheme.net
Home / বিনোদন / চলচ্চিত্রে ফিরেছেন অমিত-মুনমুন

চলচ্চিত্রে ফিরেছেন অমিত-মুনমুন

বিনোদন ডেস্ক: গত বছর ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’ ও শামিম আহমেদ রনির ‘বসগিরি’ ছবি দুটিতে ভিন্ন এক অমিত হাসানকে দর্শক পর্দায় দেখেছেন। প্রতিনিয়ত নিত্যনতুন চরিত্রে কাজ করছেন এই অভিনেতা। অন্যদিকে চিত্রনায়িকা মুনমুন আবারো নতুন করে কাজ করা শুরু করেছেন। চলচ্চিত্রের এই দুই পরিচিত মুখ এবার ভাই-বোনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘জানেমান’। ছবিটি পরিচালনা করছেন নিরঞ্জন বিশ্বাস। এ ছবিটি নিয়ে অমিত হাসান বলেন, আমি ও মুনমুন এবারই প্রথম ভাইবোনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। কয়েকদিন পরই এ ছবির কাজ শুরু হবে। এ ছবিতে অনেক মজার কিছু বিষয় রয়েছে। এ ছবির নায়ক বাপ্পিকে পেতে চান মুনমুন এবং অন্যদিকে বাপ্পির নায়িকা পিয়া বিপাশাকে আমি পছন্দ করি।

পিয়াকে আমি এবং বাপ্পিকে মুনমুন পাওয়ার জন্য নানান ফন্দি করতে দেখা যাবে। দর্শক ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি। মুনমুন বলেন, আবারো নতুন উদ্যমে কাজ শুরু করেছি। এ ছবিতে নেগেটিভ চরিত্রে আমি ও অমিত ভাই কাজ করছি। আমাদেরকে ছবিতে ভাইবোনের চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। এ ছবির বাইরে মুনমুন ‘রাগী’ নামের একটি ছবিতে বর্তমানে কাজ করছেন। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। উল্লেখ্য, অমিত হাসান অভিনীত ‘মায়াবিনী’ ছবিটি আসছে ৩রা ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন আকাশ আচার্য্য। অন্যদিকে, মুনমুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কুমারী মা’। ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়। মাঝে বিরতির পর এ অভিনেত্রী তিনটি ছবিতে টানা কাজ করেন। এগুলো হচ্ছে ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘বায়ান্ন থেকে একাত্তর’ ও জাবেদ-জাহিদের ‘দুই রাজকন্যা’।

Comments

comments