Download Free BIGtheme.net
Home / জাতীয় / গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ৮৪তম

গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ৮৪তম

অনলাইন ডেস্ক: বিশ্বের ১৬৭টি দেশের গণতন্ত্র সূচকের মধ্যে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইকোনমিস্টের ইনটেলিজেন্স ইউনিটের করা ডেমোক্রেসি ইনডেক্স-২০১৬ শিরোনামের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের সার্বিক স্কোর ৫.৭৩। আর ১৬৭তম অবস্থানে কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া।

ডেমোক্রেসি ইনডেক্স-২০১৬ শিরোনামের এ প্রতিবেদনে শীর্ষে অবস্থানকারী প্রথম দেশ নরওয়ে (স্কোর ৯.৯৩) আর সর্বশেষ ১৬৭তম অবস্থানে কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানকারী দেশ যথাক্রমে ৯.৫০ স্কোর নিয়ে আইসল্যান্ড ও ৯.৩৯ স্কোর নিয়ে সুইডেন। তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ১৬তম (সার্বিক স্কোর ৮.৩৬) ও যুক্তরাষ্ট্রের ২১তম (সার্বিক স্কোর ৭.৯৮)। আর ভারত রয়েছে ৩২তম (স্কোর ৭.৮১) অবস্থানে।

তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শ্রীলঙ্কা (৬৬তম, স্কোর ৬.৪৮)।

বাংলাদেশের পরে রয়েছে ভুটান ৯৮তম (স্কোর ৪.৯৩) একই স্কোর নিয়ে কিরগিজস্তানও ৯৮তম, নেপাল ১০২তম (স্কোর ৪.৮৬)।

ইকোনমিস্টের ইনটেলিজেন্স ইউনিট বলছে, ২০১৫ সালে বিশ্বের ২০টি দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র থাকলেও ২০১৬ সালে তা কমেছে। ওই বছর বিশ্বের ১৯টি দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র বজায় ছিল। গণতন্ত্রের অবনমন ঘটেছে ৫৭ দেশে। যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ গণতন্ত্র দেশের তালিকা থেকে ছিটকে পড়েছে

Comments

comments