তথ্যপ্রযুক্তি ডেস্ক: নোকিয়া তাদের পুরনো ব্যবসায় ফিরছে, তা অনেকেই এর মধ্যে জেনে গিয়েছে। নোকিয়া এ৬ স্মার্টফোন বাজারে আসার অপেক্ষায়। এই বছরেই দেখা মিলবে এ৬ স্মার্টফোনের। এবার ‘হার্ট’ নামের একটি স্মার্টফোন বাজারে আনছে তারা। এ ছাড়া অ্যাপল ও স্যামসাংকে টেক্কা দিতে ‘পি১’ নামে একটি স্মার্টফোন বাজারে ছাড়ার কথাও শোনা গেছে।
এবার নোকিয়ার ‘হার্ট’ কোডনামের স্মার্টফোনের তথ্য ফাঁস হয়ে গেল একটি ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নোকিয়া হার্টে থাকছে অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেম। ৫.২ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে, কোয়ালকমের ৪৩০ স্ন্যাপড্রাগন প্রসেসর ও ২ জিবি র্যাম। এর ইন্টারনাল স্টোরেজ হবে ১৬ জিবি। ফোনটির পেছনে ১২ ও সামনে ৭ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
Comments
comments