Download Free BIGtheme.net
Home / খেলা / মোবাইল সংস্থার বিরুদ্ধে ধোনির মামলা

মোবাইল সংস্থার বিরুদ্ধে ধোনির মামলা

স্পোর্টস ডেস্ক: বিরক্ত ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এতটাই যে ম্যাক্স মোবিলিঙ্ক নামক মোবাইল সংস্থাটির নামে তিনি দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন। একসময় এই মোবাইল সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১২ সালে দু’‌পক্ষের চুক্তিও শেষ হয়ে যায়। তারপরও সংস্থার বিজ্ঞাপনে ধোনিকে দেখা যাচ্ছে। নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও ধোনির নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে সংস্থাটি। এতেই চটে লাল ধোনি।

তিনি ব্যাপারটার হেস্তনেস্ত করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার পর বিচারপতি মনমোহন বলেছেন, ‘‌মোবাইল সংস্থাটি কোর্টের নির্দেশ মানতে বাধ্য। তা অমান্য করলে যথাযোগ্য ব্যবস্থা নেয়া হবে।’‌ ধোনি মামলা করার পর একটি শুনানি হয়েও গেছে। যেখানে আদালত দু’‌পক্ষের চুক্তির কাগজপত্র খতিয়ে দেখার পর জানিয়ে দিয়েছিল, ব্যাপারটা নীতিবিরুদ্ধ। চুক্তি শেষ হয়ে যাওয়ার এভাবে একজন ক্রিকেটারের নাম ব্যবহার করা যায় না। আদালতের চোখরাঙানির পরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি মোবাইল সংস্থাটি। এবার হয়ত কড়া পদক্ষেপ নিতে চলেছে আদালত।

Comments

comments