Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘কোন সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না’

‘কোন সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না’

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটি ব্যবহারের সুযোগ দেয়া হবে না। তিনি আজ সংসদে তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারির এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনসহ (আরএসও) অন্য কোন সন্ত্রাসী সংগঠনকে উৎপত্তি হতে বা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে প্রতিবেশি কোন দেশে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হবে না।

তিনি বলেন, ‘৭০-এর দশক থেকেই আমরা মিয়ানমার শরণার্থী সমস্যার সম্মুখীন, তাদের এদেশে আশ্রয় দেয়ায় আমরা বেশ সমস্যার মধ্যে রয়েছি।’

জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক আহত করার ঘটনায় ইতোমধ্যে একজন এসআইকে বরখাস্ত করা হয়েছে এবং একজন এডিশনাল এসপির নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, কেউই বিচারের ঊর্ধ্বে নয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

comments