Download Free BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / টেলিভিশনে নিয়ে আসছে ফেসবুক

টেলিভিশনে নিয়ে আসছে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুক দিনে দিনে প্রসার করছে সকল ক্ষেত্রে, তবে টেলিভিশনে কেন নয়! ফেসবুক কর্তৃপক্ষ এবার তাই টেলিভিশন সেট টপ বক্সের জন্য অ্যাপ তৈরি করছে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন এমন তথ্যই জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, টেলিভিশন সেট টপ বক্সের জন্য অ্যাপ তৈরি ছাড়াও গণমাধ্যম নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে লাইসেন্স ও টিভির মানের অনুষ্ঠান তৈরির জন্য নানা পর্যায়ে আলোচনা চলছে।

জানা গেছে, ফেসবুকের সেট টপ বক্স অ্যাপ থাকলে লাইভ ভিডিও সম্প্রচার ও ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্র আরো সুবিধাজনক হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বর্তমানে চালু থাকা টেক্সট ও ছবিভিত্তিক বিজ্ঞাপনের চেয়েও লাইভ ভিডিওতে আরও বেশি বিজ্ঞাপনদাতা খুঁজে বের করার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

উল্লেখ্য, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভ ভিডিও অপশনটি বেশ জনপ্রিয় অবস্থানে রয়েছে। গত বছরের এপ্রিলে ফেসবুক কর্তৃপক্ষ লাইভ ভিডিও সম্প্রসারণের অপশনটি চালু করে। ফেসবুক লাইভকে জনপ্রিয় করতে অনুসন্ধান ও মন্তব্যসহ আরো কিছু ফিচার যুক্ত করেছে ফেসবুক।

Comments

comments