অনলাইন ডেস্কঃ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হচ্ছে আজ। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল স্তরের অগ্রণী ভূমিকায় থাকা ১০৮ জনকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হবে। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যে এবার প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হবে। রাজধানীর পাশাপাশি সারা দেশেও শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষার সার্বিক দিক, অগ্রগতি, ভবিষ্যত্ উন্নয়নমূলক কার্যক্রম ও প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো তুলে ধরা হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশের সকল শিশুকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ চলবে।
Comments
comments