অনলাইন ডেস্ক: বিমান বাহিনী প্রধান মার্শাল আবু এসরার আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিমান বাহিনী প্রধান এসময় রাষ্টপতিকে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) সার্বিক তৎপরতা সম্পর্কে অবহিত করেন এবং এই বাহিনী বিভিন্ন উন্নয়ন তৎপরতার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারী জয়নাল আবেদিন বৈঠক শেষে বাসসকে এতথ্য জানান। রাষ্ট্রপতি বিএএফ-এর বিভিন্ন তৎপরতা এবং দেশের নিরাপত্তা তথা জাতি গঠনে তাদের পেশাধারী কর্মকা-ে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি তাকে দেশের বিমান বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে তাঁর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতি আশা করেন, বিএএফ ভবিষ্যতে দেশে-বিদেশে অত্যান্ত আন্তরিকতা ও সততার সঙ্গে দেশের ভাবমূর্তি তুলে ধরবে।
বিমান বাহিনী প্রধান তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতির অফিসের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
Comments
comments