Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো আগামী সপ্তাহে নির্ধারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশ জারির একদিন পরে তিনি এ কথা জানালেন।

আগামী সপ্তাহের মঙ্গলবারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বোইঠক বাতুলের সিদ্ধান্ত ট্যুইট করে জানিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় পেনা নিয়েতো বলেন, “আমরা হোয়াইট হাউজকে জানিয়ে দিয়েছি যে, আমি আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছি না।”

এর আগে এদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ট্যুইটে বলেছিলেন, মেক্সিকো দেয়াল বানানোর খরচ দিতে না চাইলে বৈঠক বাতিল করা উচিত।

বৈঠক বাতিলের ব্যাপারে জিজ্ঞেস করা হলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিয়ান স্পাইসার বলেন, “আমরা আগামীতে আরেকটি দিন নির্ধারণের চেষ্টা করব। যোগাযোগের পথটি আমরা খোলা রাখব।”

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘বিশাল ও দুর্গম’ প্রাচীর নির্মাণের নির্বাহী আদেশে বুধবার সই করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় থেকেই প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকে নেওয়ার কথা  ট্রাম্প বলে আসছেন।

Comments

comments