অনলাইন ডেস্ক: ২০১৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
গতকাল সংসদে ওয়ার্কার্স পার্টির বেগম হাজেরা খাতুনের এক প্রশ্নের জবাবে আরো বলেন, বৃত্তির পরিমাণ বাড়িয়ে বর্তমানে সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ টাকা এবং ট্যালেন্টপুলে ৩৩ হাজার টাকা মোট ৮২ হাজার ৫০০ টাকায় উন্নীত করা হয়েছে।
মন্ত্রী বলেন, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ২২৫ টাকা এবং উভয়ক্ষেত্রে এককালীন ২২৫ টাকা হারে প্রদান করা হচ্ছে। ২০১৭ সালেও এই সংখ্যক শিক্ষার্থীকে একই পরিমাণ বৃত্তি প্রদান করা হবে।
তিনি বলেন, ২০১০ সাল থেকে সাধারণ গ্রেডে ৩৩ হাজার টাকা এবং ট্যালেন্টপুলে ২২ হাজার টাকা মোট ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ২০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ১৫০ টাকা এবং উভয়ক্ষেত্রে এককালীন ১৫০ টাকা প্রদান করা হতো।
Comments
comments