অনলাইন ডেস্কঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ১ম ধাপের ভর্তি কার্যক্রম। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে দুই দিনের ভর্তি কার্যক্রম।
গত ৪ ও ৫ জানুয়ারি ভর্তি পরীক্ষায় সব ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এরপর ১২ জানুয়ারি প্রকাশ করা হয় ১ম মেধা তালিকা।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃঢ় ভূমিকায় সম্পূন্নভাবে বন্ধ হয়েছে র্যাগিং। ক্যাম্পাস ঘুড়ে কোথাও র্যাগিংয়ের চিত্র দেখা যায়নি। ভর্তি হতে আসা শতাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা কোনো অপ্রীতিকর পরিস্থিতির শিকার হননি।
আসন শূন্য সাপেক্ষে ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে ২৪ জানুয়ারি। ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।
Comments
comments