স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে টেস্টের পর ওয়ানডে সিরিজ হেরে এমনিতেই কোণঠাসা ইংল্যান্ড। এবার মড়ার উপর খাড়ার ঘাঁ এর মতো জরিমানা গুনতে হলো মরগ্যান বাহিনীকে। কটকে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য জরিমানা দিতে হচ্ছে সফরকারীদের। তাদের ম্যাচ ফি’র ১০ শতাংশ ও ক্যাপ্টেন মরগ্যানের ২০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে।
আইসিসির আর্টিকেল ২.৫.১ ধারায় এই শাস্তি দেওয়া হচ্ছে ইংল্যান্ডকে। ইংলিশদের বিরুদ্ধে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরি ও রুচিরা পালিয়াগুরুজে। ম্যাচের থার্ড আম্পায়ার ছিলেন কুমার ধর্মসেনা ও চতুর্থ অফিসিয়াল ছিলেন নিতীন মেনন। মরগ্যান দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
বৃহস্পতিবার কটকের বারাবটি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রান হারিয়েছে ভারত। আগামী রবিবার কলকাতার ইডেন গার্ডেনে সিরিজের তৃতীয় তথা ‘নিয়মরক্ষার’ ম্যাচে নামবে ইংল্যান্ড। এই ম্যাচটি অন্তত জিততে মরিয়া ইংল্যান্ড। যদিও অতিথিদের হোয়াইটওয়াশ করাই ভারতের লক্ষ্য।
Comments
comments