তথ্যপ্রযুক্তি ডেস্ক: জার্মানের বিখ্যাত ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইকা নতুন একটি ক্যামেরা বাজারে ছাড়লো। মডেল লেইকা এম১০। এতে আছে ২৪ মেগাপিক্সেলের ফুল ফ্রেম সিমস সেন্সর। এতে বিল্টইন ওয়াইফাই রয়েছে। লেইকার নতুন ক্যামেরাটিতে আছে মেইস্ট্রো ২ ইমেজ প্রসেসর। এর আইএসও রেঞ্চ ১০০ এবং ৫০০০০ হাজার।
এর ২ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। প্রতি সেকেন্ডে ৩০ থেকে ৪০টি ফ্রেম ধারণ করতে পারে। ক্যামেরাটির জন্য অ্যাপ রয়েছে। অ্যাপটি এখন শুধু মাত্র আইওএস ডিভাইসে কাজ করবে। শিগগিরই অ্যানড্রয়েড অ্যাপ চালু হবে। ক্যামেরাটিতে ৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।
লেইকার নতুন ক্যামেরাটির পুরুত্ব ১৩৯ x৩৮.৫ x৮০ মিলিমিটার। এর ওজন ৬৬০ গ্রাম। এর বডি ম্যাগনেশিয়াম আলয়ের। ক্যামেরাটির দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।
Comments
comments