অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে কোনোভাবেই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না। জঙ্গিবাদ নির্মূল বর্তমান সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে পুলিশ সদস্যদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বর্তমান সরকারও জঙ্গিবাদকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। বাংলাদেশের মাটি জঙ্গি-সন্ত্রাসীদের ব্যবহারের কোনো সুযোগ দেয়া হবেনা।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে কোনো অবস্থাতেই জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে দেয়া হবেনা। জঙ্গিবাদ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে পুলিশকে আরো জনসম্পৃক্ত হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণের আস্থা অর্জন করতে হবে পুলিশকে। এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে অপরাধ দমন করতে হবে। জনগণ যেনো পুলিশের প্রতি আস্থা রাখে সে বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে কাজ হবে।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে পুলিশ বাহিনীকে। সব ধরনের হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত থাতকে হবে।
Comments
comments